থাইল্যান্ডের দক্ষিণে বাংলাদেশিদের গণকবর
থাইল্যান্ডের দক্ষিণাংশে একটি গণকবর আবিষ্কৃত হওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর সেই গণকবরে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে থাইল্যান্ডে যাত্রা করা অভিবাসীদের মৃতদেহ পাওয়া গেছে।
দক্ষিণাংশের ঐ অঞ্চলে পাচারকারীদের প্রবল দৌরাত্ম্য চলে বলে জানা গেছে। এ গণকবরের সঙ্গে পাচারকালে মৃত্যুবরণ সংক্রান্ত কোনো রহস্যের যোগ থাকতে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন।
পুলিশ শুক্রবার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে এ গণকবর আবিষ্কার করে। তাদের ধারণা মৃতরা বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে ‘বিতর্কিত অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী’।
থাই পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলনমান শরণার্থীদের একটি বড় অংশকে পাচারকারীরা অর্থের বিনিময়ে থাইল্যান্ড সীমান্তপথে দেশটিতে নিয়ে আসে এবং এরপর শুরু হয় শরণার্থীদের অবৈধ অভিবাসী জীবন।
২০১২ সালে মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে রোহিঙ্গা মুসলমানদের ওপর পরিচালিত একাধিক সশস্ত্র হামলায় রোহিঙ্গারা ক্রমশ বাংলাদেশ সীমান্তের দিকে ধাবিত হতে থাকে।
গণকবরে এখনও পর্যন্ত ৩০টি মৃতদেহ পাওয়া গেছে। তবে মৃতদেহের সংখ্যা আরও বেশি হতে পারে ধারণা করা হচ্ছে।
থাইল্যান্ডের দক্ষিণে বাংলাদেশিদের গণকবর
Reviewed by sohel
on
May 02, 2015
Rating: