Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

ঢাকা টেস্ট মুশফিকের কাছে ফাইনাল


বাংলাদেশের মাটিতে পা রাখার পর প্রস্তুতিম্যাচসহ ৫টি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। অথচ, এখনও তারা জয়হীন। সফরের সর্বশেষ ম্যাচে ঢাকার মিরপুর শেরে বাংলাদেশ স্টেডিয়ামে আবারও মুখোমুখি হচ্ছে টিম বাংলাদেশের। আগামীকাল (বুধবার) থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট ম্যাচটিকে পাকিস্তান যতটা না সিরিয়াসলি নিয়েছে, তার চেয়েও যেন বেশি সিরিয়াসলি নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। শেষ ম্যাচটি মুশফিকের কাছে তাই এক প্রকার ‘ফাইনাল’ই।
পুরো সিরিজে পাকিস্তানকে হারিয়ে, জয় বঞ্চিত করে কিভাবে ঢাকা টেস্ট মুশফিকের কাছে ফাইনাল? জবাবে তিনি বললেন, ‘ওয়ানডে ও টি২০ সিরিজে তাদেরকে হারানো এবং খুলনায় এত ভালো পারফরম্যান্স করে ড্র করার পর শেষ টেস্টে ভালো করাটা এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। মূলতঃ আগের ম্যাচগুলোতে ভালো করার ধারাবাহিকতা ধরে রাখতেই এই ম্যাচটিতেও আমাদের ভালো করতে হবে।’
বাংলাদেশ সফরে এসে এক রাশ হতাশাই সঙ্গী হয়েছে পাকিস্তানের। মুশফিক চান সেই হতাশাকে আরও দীর্ঘায়িত করতে। তিনি বলেন, ‘আমরা চাই না, শেষ ম্যাচে এসে পাকিস্তান জয় তুলে নিক। আমরা চাই তাদের ওপর যে হতাশা ভর করেছে সেটা আরও দীর্ঘায়িত হোক।’
ইনজুরির কারণে রুবেল ছিটকে গেছেন। অপর পেসার মোহাম্মদ শহিদও নতুন। এই বোলিং শক্তি দিয়ে কিভাবে পাকিস্তানকে চেপে ধরা সম্ভব? জবাবে মুশফিক বলেন, ‘আবুল হাসান রাজু এবং শাহাদাত হোসেন রাজিবরা এর আগেও টেস্ট খেলেছে। তারা মোটামুটি পরিক্ষিত। সুতরাং, এ ব্যাপারটি নিয়ে খুব একটা চিন্তা করছি না।’
খুলনা টেস্টের সময় হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক নিজে। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি কিছুটা আঘাত পেয়েছিলাম। হালকা ইনজুরি আছে তামিমেরও। তবে, ঢাকা টেস্ট খেলার জন্য আমরা মটোমুটি ফিট। শতভাগ ফিট বলবো না। তবুও যেটুকু ফিট আছি, তাতে খেলতে কোন সমস্যা হবে না এবং আশা করি সর্বোচ্চটা দিয়ে আমরা খেলতে পারবো।’
খুলনা আর ঢাকার উইকেট সম্পর্কে মুশফিক বলেন, ‘খুলনার উইকেট সব সময়ই ব্যাটিং বান্ধব। ওখানে ব্যাটসম্যানরা রান তুলতে পারেন। সে তুলনায় ঢাকার উইকেট এতটা ব্যাটিং বান্ধব নয়। এখানে টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা কম। ফলাফল আসতে পারে। আমাদের চেষ্টা থাকবে, এখান থেকে ভালো কিছু তুলে আনা।
ঢাকা টেস্ট মুশফিকের কাছে ফাইনাল Reviewed by sohel on May 05, 2015 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : বগুড়া টাইমস সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.