Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

সত্যিই তোকে হেব্বী লাগছে


ঢাকা:  নির্মাতা সুস্ময় সুমন প্রথমবারেরমত ‘তোকে হেব্বী লাগছে’ নামে একটি ছবি নির্মাণ করছেন। এ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করছেন মেহমুদ ও নায়িকা  আইরিন। ছবিটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। ছবিটি প্রযোজনা করছেন আনকমন ফিল্ম।
পরিচালক সুস্ময় সুমন বাংলামেইলকে বলেন, ‘ছবিটি আমার পরিচালনায় প্রথম ছবি। এর আগে আমি কোন ছবি নির্মাণ করিনি। তবে বেশ কিছু জনপ্রিয় নাটক বানিয়েছি। ছবিটি সম্পর্কে শুধু এটুকু বলতে পারি, ভরপুর বিনোদন মূলক ছবি। আমরা যখন সেটে কাজ করি, বেশ মজা করেই করছি।’ এ ছবির মাধ্যমে বাণিজ্যিক ছবির বাজার আরও শক্তিশালী হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।11215445_1589400078002563_404618077_o
আইরিন বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রের নাম মেঘা।ছবির চরিত্রটি আমার দারুন পছন্দ হয়েছে।পাশাপাশি খুবই ভালো লেগেছে।এখনও আমার চরিত্রের অংশের শুটিং হয়নি।শুটিং হওয়ার পরে বলতে পারব কতটুকু ভালো বা মন্দ হয়েছে।এছাড়া সর্বোচ্চ চেষ্টা করব ভালোভাবে কাজটি করার।’
পরিচালক আরও বলেন, ‘এ ছবিতে কোন ধরনের নেগেটিভ চরিত্র নেই। যদি ছবিটি দেখার পর কারও কাছে মনে হয় নেগেটিভ চরিত্র আছে, সে বিষয়টা আমরা ওভাবে দেখিনি। ছবিটির তিনভাগের একভাগ দৃশ্য ধারন শেষ হয়েছে। বর্তমানে শুটিং বন্ধ রয়েছে। ১৫মের পরে আবার শুটিং শুরু হবে।’ এ বছরের শেষ দিকে ছবিটি মুক্তির আশা প্রকাশ করেন পরিচালক।
‘তোকে হেব্বী লাগছে’ ছবিতে অভিনয় প্রসঙ্গে মেহমুদ বলেন, ‘আমি খুবই উত্তেজিত। মন দিয়ে ছবিটিতে অভিনয় করতে চাই। শুধু আমি না, আমাদের ছবির পুরো দলটিই যেন খুব ভালো ভাবে কাজটি সুন্দরভাবে গুছিয়ে কাজটি করতে পারে, সে আশা করি। যে করেই হোক, ছবিটা সুন্দর হোক।’
ছবির গল্প সম্পর্কে পরিচালক বলেন, ‘এ ছবির গল্প রোমান্টিক কমেডি ধরনের। মেঘা নামের একটি মেয়ে থাকে গল্পের একটি সময় গিয়ে মেয়েটির বিয়ে ঠিক হয়। ছেলেটি থাকে দেশের বাইরে। কিন্তু ছেলেটি দেরী করে দেশে ফেরে। এরই মধ্যে মেঘাদের বাসায় রাজু নামের একটি ছেলের আগমন ঘটে। রাজু মেঘাকে মনে মনে পছন্দ করে ফেলে। কিন্তু মেঘা ছেলেটাকে পছন্দ করে না। এদিকে বাসার সবাই রাজুকে পছন্দ করে। এরপর একটি সময় গিয়ে ছেলেটির মূল পণ হয়ে দাঁড়ায় যে করেই হোক মেয়েটির মন পেতে হবে। এভাবেই চলতে থাকে ছবির গল্প। এরপরে কি ঘটে বাকীটা দেখার জন্য পাঠক আপনাদের প্রেক্ষাগৃহে গিয়ে চোখ রাখতে হবে।’
আইরিন ও মেহমুদ ছাড়াও কাজী উজ্জল, শিখা, মৌ, শাহিন জুয়েল, সেতুসহ আরও অনেকে অভিনয় করছেন। ছবিটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ন। এ ছবিতে গান থাকছে ৫টি। গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ। দুটি গানের রেকডিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান, কণা, সিঁথি সাহা, আহমেদ হুমায়ুন। 11207824_1589400061335898_2031401203_o
সত্যিই তোকে হেব্বী লাগছে Reviewed by sohel on May 06, 2015 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : বগুড়া টাইমস সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.