ইরাকে ফের আইএস এর আত্মঘাতী হামলা, নিহত ৪৮
ইরাকে ফের জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৪৮ জন। সোমবার পূর্ব ইরাকের দিয়ালা প্রদেশে একটি অন্তেষ্ট্যিক্রিয়ায় এবং বাগদাদের পশ্চিমে একটি নিরাপত্তাচৌকিতে এ হামলার ঘটনা ঘটে।
রাজধানী বাগদাদের ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাদিয়ায় এলাকায় আত্মঘাতী হামলায় শিয়া মিলিশিয়া গ্রুপ আমব্রেলার স্থানীয় নেতা হাশিদ শাবিসহ ৬ কমান্ডার নিহত হয়েছে। এক আত্মীয়ের অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে সেখানে গিয়েছিলেন হাশিদ। হামলায় নিহত হয়েছে ৪০ জন। আহত হয়েছে আরো ৫৮ জন। উত্তর ও পশ্চিম ইরাকের বিশাল এলাকা দখলকারী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
এদিকে একই দিন পশ্চিম বাগদাদের আবু গারাইব এলাকায় পুলিশের একটি নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৮ জন। এর আগে রোববার একই এলাকায় হামলায় নিহত হয়েছিল ২৪ জন।
প্রসঙ্গত, রোববার রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো শতাধিক লোক। পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত সদর শহরের জনসমাগমপূর্ণ একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।
রাজধানী বাগদাদের ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাদিয়ায় এলাকায় আত্মঘাতী হামলায় শিয়া মিলিশিয়া গ্রুপ আমব্রেলার স্থানীয় নেতা হাশিদ শাবিসহ ৬ কমান্ডার নিহত হয়েছে। এক আত্মীয়ের অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে সেখানে গিয়েছিলেন হাশিদ। হামলায় নিহত হয়েছে ৪০ জন। আহত হয়েছে আরো ৫৮ জন। উত্তর ও পশ্চিম ইরাকের বিশাল এলাকা দখলকারী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
এদিকে একই দিন পশ্চিম বাগদাদের আবু গারাইব এলাকায় পুলিশের একটি নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৮ জন। এর আগে রোববার একই এলাকায় হামলায় নিহত হয়েছিল ২৪ জন।
প্রসঙ্গত, রোববার রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো শতাধিক লোক। পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত সদর শহরের জনসমাগমপূর্ণ একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।
ইরাকে ফের আইএস এর আত্মঘাতী হামলা, নিহত ৪৮
Reviewed by sohel
on
February 29, 2016
Rating: