Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ

srilongka vs Pakistan live

রোববার (২৮ ফেব্রুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।

সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের অবসরের পর শক্তি হারিয়েছে লঙ্কানদের ব্যাটিং বিভাগ। তবে বোলিংয়ে দলটির রয়ে গেছে একই ধার। টি-টোয়েন্টি স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গা যেখানে থাকবেন, পেস অ্যাটাকে সেখানে প্রতিপক্ষের জন্য তো ভাবনা থাকারই কথা?

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা ঠিক টি-টোয়েন্টিতে খুব একটা সাফল্য নেই আমাদের। আসরের দ্বিতীয় ম্যাচে জিতে আমাদের খেলোয়াড়রা আত্মবিশ্বাস কিছুটা ফিরে পেয়েছে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আমরা জয় পেতে দৃঢ় আত্মবিশ্বাসী।’

প্রসঙ্গ এসেছে লঙ্কান পেসার মালিঙ্গাকে নিয়ে। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার সম্পর্কে তিনি বলেন, ‘প্রথম ম্যাচে মালিঙ্গা ভালো বল করেছেন তা ঠিক। তবে তাঁকে নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। বরং আমরা নিজেদের খেলায় মনোযোগী হতে চাই। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সাফল্য পাবো বলে আশা করছি।’

আরব আমিরাতের বিপক্ষে সেই ম্যাচে মালিঙ্গা চার ওভার বল করে ২৬ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। মাত্র ১২৯ রানের পুঁজি নিয়েও সেই ম্যাচে শুধু মালিঙ্গা ঝড়েই ১১৫ রানের থেমে গেছে আরব আমিরাতের ইনিংস।

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ Reviewed by sohel on February 28, 2016 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : বগুড়া টাইমস সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.