অগ্নি দহন
সুপ্ত বাসনার অস্ত মুখোশ, উন্মোচিত আজ হৃদয় নীড়ে
অম্লান সেই গভীর প্রণয়, অগ্নিদহে পুড়ছে ধীরে
অজানা দুঃখে বাকরুদ্ধ মুখে, খাচ্ছে পিষে নিস্পাপ দেহ
অথর্ব আজ জীবন প্রদীপ, খবরে যাহার নেইকো কেহ
দুঃখের শ্রাবনে ভাসমান তরী, কল্পিত জীবন কিভাবে গড়ি
বিতৃষ্ণা আজ চলন রেখায়, ক্লান্ত হৃদয়ে যাকে স্বরি
স্বপ্ন, সাধনা, অথৈ কামনা, অপূর্ণই আজ মন বাসনা
ভালবাসায় সেই লালিত প্রণয়, খোদাই করিল স্থীর যাতনা
খন্ডিত এ মন লুন্ঠিত জীবন, প্রিয়সীর চোখ অশ্রুহীনা
বুঝানোর ভাষা নেইকো মুখে, বাকরুদ্ধ তাই শান্তমনা
চাইনি কভূ কথিত জীবন, যেখানে জমা আগ্নেয়গিরি
সুখের রাজ্যে থাকবো বলে, যাযাবর বেশে ঘুরিফিরি
চলন্ত জীবন উঠন্ত যৌবন, নেইকো পরোয়া চলন রেখায়
তবুও কেন হোঁচট খেয়ে যাই, উহ্য আজও হৃদয় ভাষায়
চেয়েছি ভবে অমলিন এক, স্বর্গীয় সুখের স্বপ্নীল ভূবন
যেথায় জমাট অমৃত সুখ, নেই একলেশও দুঃখের ক্রন্দন
হৃদয় নিংড়ানো গহীনের কথন, বহিঃপ্রকাশ আজ কাব্যিক সুরে
সল্প হলেও জড়িত কুহেলি, কেটে যাবে আজ অনেক দূরে
বিদূরিত হবে ঘোলাটে আধার, উন্মেষ হবে নতুন জীবন
দৌড়ে পালাবে উদভ্রাট শক্তি, সতেজ হবে স্বপ্নের বাধন
অগ্নি দহন
Reviewed by sohel
on
July 01, 2015
Rating: