Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

সবচেয়ে বেশি আয় কেটি পেরির


বিনোদন ডেস্ক : পপ তারকা কেটি পেরি এ বছর সবচেয়ে বেশি আয়কৃত নারী তারকা নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বিশ্বের প্রসিদ্ধ বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এর একটি জরিপে প্রকাশ পেয়েছে এ তথ্য। ২০১৪ জুন থেকে ২০১৫ জুন পর্যন্ত সময়ে বিশ্বের সব তারকাদের আয়ের জরিপ থেকে এ তালিকা তৈরি করা হয়।
আমেরিকান বক্সার ফ্লোয়েড মেওয়েদার এবং ম্যানি প্যাকুইয়াওর পর বিশ্বের ধনী তারকাদের তালিকায় স্থান পেয়েছেন কেটি পেরি। নারীদের মধ্যে তিনি শীর্ষস্থানে রয়েছেন। ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকার শীর্ষে রয়েছেন মেওয়েদার। অন্যদিকে ১৬০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে প্যাকুইয়াও রয়েছেন দ্বিতীয় স্থানে। তিন নম্বরে থাকা কেটির আয় ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার।
প্রাক্তন ওয়ান ডিরেকশন তারকা জায়ান মালিক রয়েছেন ধনী তারকাদের তালিকার চতুর্থ স্থানে। তার আয় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার। রেডিও ডিজে এবং আমেরিকান গট ট্যালেন্ট হাওয়ার্ড স্ট্রেন স্থান পেয়েছেন এ তালিকার পঞ্চম স্থানে। তিনি গত বছর আয় করেছেন ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।
আমেরিকান পপ তারকা টেইলর সুইফট রয়েছেন অষ্টম স্থানে। গত বছর তার ‘১৯৮৯’ অ্যালবামের মাধ্যমে ৮০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এ অবস্থানে তিনি।
গত বছরের শীর্ষ আয়ের তারকা ‘আয়রন-ম্যান’ খ্যাত রবার্ট ডাওনি জুনিয়র এবার রয়েছেন নয় নম্বরে। তার পরেই আছেন বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
তালিকায় সবচেয়ে বড় পতন হয়েছে তারকা শিল্পী বিয়ন্সের। ৫৪.৫ মিলিয়ন আয় করে গত বছরের নারী তারকাদের মধ্যে শীর্ষ স্থান থেকে ২৯তম স্থানে নেমে এসেছেন তিনি। গত বছরের জরিপে তার আয় ছিল ১১৫ মিলিয়ন মার্কিন ডলার।
তালিকায় অবনমন ঘটেছে তারকা মডেল কিম কার্দাশিয়ানের। গত বছর ৩৩তম স্থানে থাকা এ তারকার অবস্থান এবার ৮০তম স্থানে। ২০১৪ সালে কিমের আয় ৫২.৫ মিলিয়ন মার্কিন ডলার।
সবচেয়ে বেশি আয় কেটি পেরির Reviewed by sohel on July 06, 2015 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : বগুড়া টাইমস সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.