অভিনেতারাই নিরাপত্তাহীনতায় বেশি ভোগেন
সেই ‘আশিকি টু’ থেকে শুরু করে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সকলেই মনে করেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন অভিনেত্রী আরেক অভিনেত্রীর জন্য নিরাপত্তাহীনতায় ভোগেন, কিন্তু এ বিষয়ে শ্রদ্ধা কাপুর বললেন অন্য কথা।
টানা চার চারটি হিট সিনেমা উপহার দেয়া শ্রদ্ধা কাপুরের হাতে এখন ‘রক অন টু’ ও ‘বাঘী’রয়েছে । সম্প্রতি শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তিনি মনে করেন এই যে অভিনেত্রীদের মধ্যে মন কষাকষি, এসবই গণমাধ্যমের সৃষ্টি। তবে এর পরপরই শ্রদ্ধা কাপুর যা বললেন তা শুনে নড়েচড়ে বসবেন অনেকেই। তিনি বলেন, নায়িকাদের চেয়ে নায়করাই ক্যারিয়ার নিয়ে নাকি বেশি নিরাপত্তহীনতায় ভোগেন।
উল্লেখ্য, শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান অভিনীত সম্প্রতি মুক্তি পাওয়া ‘এবিসিডি টু’ সিনেমাটি ইতোমধ্যেই ১০০ কোটির ঘরে পা দিয়েছে।
অভিনেতারাই নিরাপত্তাহীনতায় বেশি ভোগেন
Reviewed by sohel
on
July 05, 2015
Rating:
