পাকিস্তানের কাছে হারলেও মাশরাফিদের ফাইনাল নিশ্চিত
এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় হার হারে বাংলাদেশ।কিন্তু পরের দুই ম্যাচে টাইগাররা তাদের জাত চিনিয়ে দিয়েছেন।এখন তাদের সামনে আর একটি ম্যাচ আগামী ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
পাকিস্তানকে সেই ম্যাচে হারাতে পারলে কোনো অঙ্কের হিসাবে না গিয়েই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে টাইগাররা। তবে সেই ম্যাচে হেরে গেলেও বাংলাদেশের সুযোগ থাকছে ফাইনালে যাওয়ার।
যেমন ধরা যাক এই অবস্থানে শ্রীলঙ্কা দুটি ম্যাচ খেলেছে। অপেক্ষাকৃত কম শক্তিশালী আরিব আমিরাত ও অপরটি স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। আমিরাতকে হারালেও বাংলাদেশের কাছে হেরেছে লঙ্কানরা। সর্বসাকুল্যে তাদের পয়েন্ট দুই।
লঙ্কানদের সামনে দুই শক্তিশালী প্রতিপক্ষ অপেক্ষা করছে। দুদল হল হট ফেভারিট ভারত ও শক্তিশালী পাকিস্তান। এর মধ্যে ভারতের কাছে হারলেও পাকিস্তানকে হারাতে হবে শ্রীলঙ্কার। এক্ষেত্রেও ফাইনালের দরজা খুলে যেতে পারে মাশরাফি-সাকিবদের জন্য।