Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

এই দেশের মিডিয়াতে কাজ করা কি অপরাধ?


ম্প্রতি হ্যাকারের কবলে পড়েছিলো বাংলা চলচ্চিত্রের ব্যাস্ততম তারকা অপু বিস্বাসের ভেরিফাইড অফিসিয়াল পেইজটি, পরে পেইজটি উদ্ধার করা হলে ব্যাপারটা নিয়ে ক্ষুব্দ অপু বিশ্বাস, আজ তার পেইজে এই ব্যাপারটা একটা পোস্ট করেন, পোস্টে তিনি লিখেনঃ সেই সব হ্যাকার ভাইদের কাছে একটা প্রশ্ন
এই দেশের মিডিয়াতে এই দেশের
চলচ্চিত্রে অভিনয় করা অপরাধ, নাকি
চলচ্চিত্রে অভিনয় করা দেশ বিরোধী
কর্মকান্ড??
কিছু হ্যাকার যখন দেশের ভালোর জন্য
লড়াই করে সাইবার যোদ্বা হিসাবে
খেতাব পেয়েছে তখন এক শ্রেনীর হ্যাকার
নিজের দেশের সেলেব্রেটিদের পেইজ
হ্যাক করে সুবিধা আদায়ের অপচেষ্টায়
লিপ্ত, কিছুদিন আগে এই পেইজ সহ শাকিব
খান, মনির খান, এবং বাংলাদেশী
চলচ্চিত্রের প্রচারনা চালায় এমন কিছু
পেইজ হ্যাক করে,
আমার পেইজটি একটি কিছু সাইবার যোদ্বা
রিকোভার করে দিলেও কিছু পেইজ অর্থের
বিনিময়ে ফেরত আনা হয়, বাকি পেইজ
গুলো এখনো তাদের কব্জায়, একজন
বাংলাদেশী হিসাবে আরেকজন
বাংলাদেশী হ্যাকার এর এমন আচরন কি মেনে
নেওয়া যায়??
এই দেশের মিডিয়াতে কাজ করা কি অপরাধ? Reviewed by sohel on July 02, 2015 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : বগুড়া টাইমস সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.