Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

বাংলাদেশের পতাকা বুকে জড়িয়ে কাঁদলেন এক ভারতীয়



হৃদয়ে তার বাংলাদেশ। টাইগারদের সমর্থনে স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। লাল-সবুজের জার্সি গায়ে ও বুকে বাংলাদেশের পতাকা জড়িয়ে ধর্মশালার স্টেডিয়ামে যান তিনি।
মায়ের দোয়া নিয়েই স্টেডিয়ামে গিয়েছেন তিনি। মা বলেছিলেন বাবা দেখিস স্টেডিয়ামে বাংলাদেশের কাউকে পাও কিনা।
বিশেষ করে বরিশালের তোর বাবার এলাকার কাউকে পাও কিনা। চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। খুব বেশি একটা দর্শক সমাগম হয়নি বাংলাদেশ ও নেদারল্যান্ডের ম্যাচে।
এই


যুবকের নাম বিক্রম। জন্মেছিলেন বরিশালের উজিরপুরের গ্রামে। তার তিন বছর বয়সে তার পরিবারটি বাংলাদেশ ছেড়ে গিয়ে কলকাতাবাসী হয়।
স্টেডিয়ামের এক কোনে বসে টাইগারদের খেলা দেখেছিলেন আর কাঁদছিলেন তিনি। খোঁজ নিয়ে জানা যায় তার পরিচয়। বিক্রম বলেন, ভারতে থাকলেও তার মন থাকে বাংলাদেশে।
বাংলাদেশের খেলা দেখতে আমি খুব ভালোবাসি। আমি মন থেকেই টাইগারদের সাপোর্ট করি। বিক্রম জানান, ৪২০ টাকা দিয়ে টিকিট কিনে খেলা দেখতে আসা আমার।
এর আগে মা বারবার বলেছেন দেখিস তোর বাবার এলাকার কারও সাথে সাক্ষাৎ হয় কিনা। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে বিক্রমের পরিবারের মত ভারতে পাড়ি দেয়া বাংলাদেশিরা অনেকটাই অবহেলার শিকার সেখানে।
বিক্রম জানান, ভারতের হিন্দুরা দেশত্যাগ করে সেখানে যাওয়া বাংলাদেশিদের বাঙ্গাল বলে ডাকে। অপেক্ষাকৃত নিচু জাতের বলেই ধরা হয় তাদের।
খুব বেশি যাদের অর্থবৃত্ত নেই তারাই বেশিরভাগ ক্ষেত্রে এমনটার শিকার বলে জানান বিক্রম।
বাংলাদেশের পতাকা বুকে জড়িয়ে কাঁদলেন এক ভারতীয় Reviewed by sohel on March 10, 2016 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : বগুড়া টাইমস সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.