আইসিসিকে আক্রমণ করল টাইগারপ্রেমীরা, বুমরা-অশ্বিনকে নিয়ে সন্দেহ
ক্ষোভে উত্তাল মাশরাফিদের ভক্তরা। তারা আক্রমণ করেছে আইসিসিকে। যে যার মত করে নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন।
একই সাথে ভারতের দুই বোলার বুমরাহ ও অশ্বিনকে নিয়ে তাদের সন্দেহ। নেট ভূবনে তোলপাড় সৃষ্টি হচ্ছে এ নিয়ে। আইসিসির কঠোর সমালোচনা করছেন ভক্তরা।
খন্দকার মাহফুজুল করিব লিখেছেন, সময়ের দাবী রেন্ডিয়ার বুমরা ও অশ্বিনের বোলিং এ্যাকশন
পরীক্ষা করা হোক । কারণ তাসকিনের মতো বৈধ এ্যাকশন ধারী বোলারের এ্যাকশন যদি সন্দেহের চোখে ফেলা হয় । তবে অবৈধ এ্যাকশনধারী এই ইন্ডিয়ান গুলো বাদ যাবে কেনো ???
পরীক্ষা করা হোক । কারণ তাসকিনের মতো বৈধ এ্যাকশন ধারী বোলারের এ্যাকশন যদি সন্দেহের চোখে ফেলা হয় । তবে অবৈধ এ্যাকশনধারী এই ইন্ডিয়ান গুলো বাদ যাবে কেনো ???
দেবাশীষ ভট্টাচার্জ্য লিখেছেন, তাসকিনকে নিষিদ্ধ করার জন্য ইন্ডিয়ার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রয়োজনে টি-২০ ওয়ার্ল্ড কাপ বয়কট করা উচিত।
আজিজুল ইসলাম সবুজ লিখেছেন, I think India is scared about Bangladesh cricket team. That we have shown in last one day world cup and now T20 . It's clear that bloody India are completely conspiracies about us.There's no doubt about it. damn sure.It doesn't fear. So everyone rise up.
এ রকম লক্ষ লক্ষ টাইগারপ্রেমী ক্ষোভে ফেঁসে উঠেছেন। তাদের অনেকের অভিযোগ বাংলাদেশের ক্রিকেটার নয় ভারতের দুই বোলারের অ্যাকশনে সমস্যা রয়েছে। এই নিয়ে আইসিসির সন্দেহ করা উচিত ছিল।
আইসিসিকে আক্রমণ করল টাইগারপ্রেমীরা, বুমরা-অশ্বিনকে নিয়ে সন্দেহ
Reviewed by sohel
on
March 10, 2016
Rating: