Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

বগুড়া জেলা ব্যাটারী ও সিএনজি চালিত ইজি বাইক মালিক সমন্বয় কমিটির এক জরুরী সভা



বগুড়া জেলা ব্যাটারী ও সিএনজি চালিত ইজি বাইক মালিক সমন্বয় কমিটির এক জরুরী সভা রবিবার বেলা ১২ টায় সাতমাথাস্থ সমিতি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইজি বাইক মালিক সমন্বয় কমিটির আহ্বায়ক মাইসুল তোফায়েল কোয়েল। জরুরী সভায় নেতৃবৃন্দ বলেন, গত ৪ মার্চ থেকে বগুড়ার শেরপুর রোডে চলাচলকৃত ইজি বাইকগুলো পি,টি,আই মোড় পর্যন্ত, মাটিডালি রোডে চলাচলকৃত ইজি বাইকগুলো কালিতলা পর্যন্ত, গোহাইল রোডে চলাচলকৃত ইজিবাইকগুলো খান্দার পর্যন্ত, চেলোপাড়া রোডে চলাচলকৃত ইজিবাইকগুলো সারিয়াকান্দি বাস ষ্ট্যান্ড পর্যন্ত, গোলাবাড়ি রোডে চলাচলকৃত ইজিবাইকগুলো কৃষি ফার্ম পর্যন্ত চলাচলের জন্য বগুড়া প্রশাসনের পক্ষ থেকে মালিক সমিতির নেতৃবৃন্দকে জানানো হয়। হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্তের কারনে উল্লেখিত সড়ক দিয়ে বগুড়া শহরের যাতায়াতকৃত সাধারণ জনগণ চরম দূর্ভোগে পরেছে। কারন, এই সব সড়ক দিয়ে স্কুল কলেজের ছাত্র/ছাত্রী, চাকুরীজীবি সহ সাধারণ জনগণ অত্যান্ত কম খরচে ইজিবাইকে চলাচল করত। বর্তমানে তাদেরকে ২-৩ গুন বেশি ভাড়া দিতে হচ্ছে পাশাপাশি সময়ের অপচয় হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, বগুড়ার বেকার যুব সমাজে বড় একটি অংশ এই কর্মের সঙ্গে জড়িত। ইতিপূর্বে এই ইজিবাইকগুলো বগুড়া শহরে অত্যান্ত নিয়মতান্ত্রিক ও সুশৃংখল ভাবে চলাচল করতো। এক ধরণের ষড়যন্তকারী মহল প্রশাসনকে ভূল বুঝিয়ে তাদেরকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে প্রশাসন কর্তৃক এ ধরনে হঠকারী সিদ্ধান্ত বন্ধের দাবি জানিয়ে বলেন, পূর্বের অবস্থান থেকে ইজিবাইকগুলো চলাচলের অনুমতি না দিলে এই শিল্পের সঙ্গে জড়িত সকল মালিক ও শ্রমিকদের সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হব। উক্ত জরুরী সভায় বক্তব্য রাখেন, মালিক সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাতমাথা মালিক সমিতির আহ্বায়ক লুৎফুল বারি বাবু, সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পী, ফজলে রাব্বি মিথুন, রনি চন্দ্র রায়, দত্তবাড়ী মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রহমাতুল ইসলাম মনির, শ্রমিক চালক কল্যাণ সমিতির সভাপতি শহিদ হোসেন পাশা, মহিদুল হাসান পলাশ, সারোয়ার আহম্মেদ রাহাত, সাব্বির আলম প্রমুখ। এ ছাড়াও চেলোপাড়া, গোলাবাড়ি রোড, গোহাইল রোড মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা ব্যাটারী ও সিএনজি চালিত ইজি বাইক মালিক সমন্বয় কমিটির এক জরুরী সভা Reviewed by sohel on March 06, 2016 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : বগুড়া টাইমস সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.