Top Ad unit 728 × 90

সংবাদ শিরোনাম

recent

ধর্ষিত পুরুষদের জন্য বিশ্বের প্রথম হাসপাতাল চালু


সুইডেনের স্টকহোমে চালু হল বিশ্বের প্রথম ধর্ষিত পুরুষদের জন্য হাসপাতাল। গত বৃহস্পতিবার হাসপাতালের উদ্বোধন হয়েছে ।

পুলিশি রিপোর্ট জানাচ্ছে, গত এক বছরে পুরুষদের ধর্ষিত হওয়ার ঘটনা বেড়েছে সুইডেন-সহ গোটা ইউরোপেই। সুইডেনে ২০১৪ সালে ৩৭০ জন পুরুষ যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। আর গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশের রিপোর্ট বলছে, গত এক বছরে ম্যাঞ্চেস্টারে এই ধরনের ঘটনার সংখ্যা দ্বিগুণ বেড়েছে। ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যাঞ্চেস্টারে ৮৪ জন পুরুষ ধর্ষিত হয়েছেন, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৯৩ জন। তার আগের বছরের রিপোর্টে যা যথাক্রমে ছিল ৩৫ ও ৬৯ জন।

ধর্ষিতা, শারীরিক নির্যাতনের শিকার হওয়া মহিলাদের জন্য বিশেষ হাসপাতাল, পুনর্বাসন কেন্দ্র রয়েছে অনেক দেশেই। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মহিলার পুনর্বাসনের দায়িত্ব অনেক সময়ই কাঁধে তুলে নেয় কোনও স্বেচ্ছাসেবী সংস্থা।

কিন্তু, শারীরিক নির্যাতনের শিকার কি শুধু মহিলারাই হন? বহুক্ষেত্রে পুরুষদেরও যেতে হয় ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আর পুলিশি রিপোর্ট বলছে, ইউরোপে ওই ধরনের ঘটনার সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। তারই প্রেক্ষিতে, ধর্ষিত পুরুষদের জন্য এই প্রথম কোনও দেশে চালু হল কোনও হাসপাতাল।
ধর্ষিত পুরুষদের জন্য বিশ্বের প্রথম হাসপাতাল চালু Reviewed by sohel on March 04, 2016 Rating: 5
প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সোহেল রানা শাখারিয়া (কদিম পাড়া বাজার) বগুড়া । ফোন: +৬০১৭৮৪৭১১৬১ ইমেইল: bogracity7274@gmail.com : বগুড়া টাইমস সর্বস্বত্ব সংরক্ষিত © 2014 - 2019
,

নিউজ ২৪ বগুড়া

Name

Email *

Message *

Powered by Blogger.